Latest News

6/recent/ticker-posts

Ad Code

রামঝোরা চা বাগানে পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃতদেহ উদ্ধার


রামঝোরা চা বাগানে পূর্ণবয়স্ক দাঁতাল হাতি (Elephant) র মৃতদেহ উদ্ধার 


নিজস্ব সংবাদদাতা, বিরপাড়া ঃ 

ফের হাতি মৃত্যু। বীরপাড়ার রামঝোরা চা বাগান এলাকায় মঙ্গলবার সকালে চা বাগিচার সাইনবোর্ড লাইনে পূর্ণবয়স্ক দাঁতাল হাতিটির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।

হাতিটির দাঁত দুটি অক্ষত থাকায় চোরা শিকারিদের কাজ নয় বলে অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা।

তবে কি ভাবে হাতিটির মৃত্যু হল তা নিয়ে ধন্দে এলাকার মানুষ এবং বনদপ্তর।হাতিটির মৃতদেহ ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ বলা যাবে বলে দলগাঁও বন বিভাগ সূত্রে জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code