বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানী। ভারতের এই ধনকুবের মুকুটে নতুন পালক যুক্ত হলো। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তালিকা অনুসারে বিশ্বের ধনীতম ব্যক্তিদের মধ্যে পঞ্চম স্থানে উঠে এলেন তিনি। অ্যামেরিকার বিনিয়োগকারী ওয়ারেন বাফেটকে টপকে গেছেন তিনি। ৭৫ বিলিয়ন মার্কিন ডলার উপার্জন করে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের ঠিক পরেই আছেন তিনি। জুকারবার্গের সম্পত্তির পরিমান ৮৯ বিলিয়ন মার্কিন ডলার।

ধনীদের তালিকায় শীর্ষে রয়েছেন অ্যামাজনের সিইও জেফ বেজোস। তাঁর মাট সম্পদের পরিমাণ ১৮৫.৮ বিলিয়ন মার্কিন ডলার। তাঁর পরই রয়েছেন মাইক্রোসফটের বিল গেটস। তাঁর সম্পদের পরিমাণ ১১৩.৭ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন বার্নার্ড আর্নল্ট যাঁর সম্পত্তির পরিমান ১১৩.২ বিলিয়ন মার্কিন ডলার।