ফেসবুক লাইভে আসতেই আপার প্রাইমারী চাকরি প্রার্থীরা প্রশ্নবাণে বিদ্ধ করলেন রবীন্দ্রনাথ ঘোষকে।

আজ সন্ধ্যায় উওরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ফেসবুক লাইভে আসতেই আপার প্রাইমারী চাকরি প্রার্থীরা নিয়োগের দাবীতে একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করলেন মন্ত্রীকে। দীর্ঘ ৭ বছর ধরে আপার প্রাইমারী চাকরি প্রার্থীরা সরকারের দোলাচলতায় ও আইনি জটিলতার কারণে চাকরি পাচ্ছেন না। গত বছর মেরিট লিস্ট প্রকাশ করলেও এখনও নিয়োগ করতে পারেনি সরকার।


রবিবাবুকে কেউ অনুরোধ করেন কেউবা আক্ষেপের সুরে দ্রুত নিয়োগের জন্য একের পর এক কমেন্ট করেন। রবি বাবু করোনা,আম্ফান ও কোর্টে একের পর এক কেসের কথা তুলে ধরলেও আপার প্রাইমারী চাকরি প্রার্থীদের প্রশ্নের তেমন কোনো উত্তর দিতে পারলেন না। দীর্ঘ ১ঘন্টা ৩৫ মিনিট ফেসবুক লাইভে বেশির ভাগ কমেন্ট জুড়ে আপার প্রাইমারী চাকরি প্রার্থীদের নিয়োগের দাবী ছিলো।এছাড়াও ৯-১২ ক্লাসের শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি যাতে ছাড়া হয় সে বিষয়ে অনুরোধ জানান অনেকে।