দীর্ঘ প্রায় ৭ বছর ধরে আপার প্রাইমারির নিয়োগ বন্ধ হয়ে আছে। অনেক আইনি জটিলতা, মামলা মোকদ্দমা, কোর্টের রায়ের পর কয়েকটি পর্যায়ের ভেরিফিকেশনের পর ২০১৯ সালের ৪ অক্টোবর মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল। কিন্তু ওই পর্যন্তই। মেরিট লিস্ট প্রকাশিত হবার পর আবার থমকে আছে নিয়োগ প্রক্রিয়া। অপার প্রাইমারির এই নিয়োগ প্রক্রিয়া যত দীর্ঘতর হচ্ছে ততই ধৈর্যের বাঁধ ভাঙছে চাকুরিপ্রার্থীদের। দিকে দিকে ক্ষোভ বেড়েই চলেছে। রাজ্যের প্রায় সব জায়গায় নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবী উঠছে, MLA, MP দের মাধ্যমে স্মারকলিপিও জমা দিচ্ছেন তারা। আজ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকুরি প্রার্থী মঞ্চ ময়নাগুড়ি শাখার তরফে ময়নাগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী মহাশয়কে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে স্মারকলিপি জমা দিলো। 


পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকুরি প্রার্থী মঞ্চ, ময়নাগুড়ি শাখার পক্ষ থেকে জানানো হয় ২০১৫ সালের ১৬ আগস্ট অপার প্রাইমারী টেট পরীক্ষা নেওয়ার দীর্ঘদিন পর গত ২০১৯ সালের ৪ অক্টোবর মেরিট লিস্ট প্রকাশিত হয়। যদিও কোনো অজ্ঞাত কারনে মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও প্রার্থীদের নিয়োগ বন্ধ হয়ে আছে। প্রায় ২৪ টি শুনানি হলেও এই সংক্রান্ত কেসটি (WP 9597W OF 2019) এখনো সমাধান হয়নি। তাই মাননীয় বিধান মহাশয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আর্জি জানাচ্ছি।