সুরশ্রী রায় চৌধুরীঃ 

গালওয়াল উপত্যকায় ২০ জন জওয়ান মৃত্যুর পর থেকেই ভারতে চিনা বয়কট শুরু হয়েছে। ভারত সহ একাধিক দেশ চিনের সাথে বাণিজ্য চু’ক্তি বা’তি’ল করছে। বহু বিদেশি কোম্পানি এখন চিনকে বা’তি’ল করে ভারতের সাথে বাণিজ্য চু’ক্তি করতে চাইছে। সম্প্রতি তাইওয়ানের জনপ্রিয় কোম্পানি “ফক্সসন” ভারতে বাণিজ্য বিনিয়োগ করতে উৎসাহী হয়েছে।

ফক্সসন”কোম্পানিটি মূলত আইফোনের যন্ত্রাংশ নিয়ে কাজ করে। এই কোম্পানির মূল কাজ হলো আইফোনের সকল যন্ত্রাংশ ঠিক ঠিক ভাবে “সেট” করা। এতদিন চীনে বিনিয়োগ করত কোম্পানি কর্তৃপক্ষ। এবার আমেরিকা-চীন বিতর্ক শুরু হতেই কোম্পানি কর্তৃপক্ষের তরফ থেকে চীনের সমস্ত বিনিয়োগ বা’তি’ল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, চিনে এই কোম্পানির যে সমস্ত অফিস রয়েছে সেগুলিকে দ্রুত সরিয়ে ফেলতে চায় “ফক্সসন”।

ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে আইফোন এবং শাওমি কোম্পানির ফোনের যন্ত্রাংশ লাগাতে “ফক্সসন”এর ইতিমধ্যেই দুটি অফিস রয়েছে। এবার ভারতে তাদের তৃতীয় অফিস খুলতে চায় “ফক্সসন”। আগামী তিন বছরের মধ্যেই ভারতে নতুন বিনিয়োগ সম্পন্ন করবে “ফক্সসন”। কোম্পানি কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এবার তারা ভারতে দীর্ঘমেয়াদি “পিএলআই” স্কিমে বিনিয়োগ করতে চলেছে। ফলে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র আরও বাড়বে। পাশাপাশি দেশে জনসাধারণের জন্য অতিরিক্ত ৬০০০ চাকরির সুযোগ তৈরি হবে। নিঃসন্দেহে “ফক্সসন”এর বিনিয়োগ ভারতের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে চলেছে।

তাইওয়ানের জনপ্রিয় কোম্পানি “ফক্সসন” ভারতে বাণিজ্য বিনিয়োগ করতে উৎসাহী হয়েছে।