সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান ঃ 

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি কে সামনে রেখে রায়ান সাতঘড়িয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ একটি মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলে আদিবাসী ও হিন্দিভাষী সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। 

এই মিছিলে ওই এলাকায় বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের জনমুখি উন্নয়ন প্রকল্পের লিফলেট বিলি করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সাপোর্টার সোশ্যাল মিডিয়ার পক্ষে সুখেন্দু কোনার, বাপি মুর্মু রবিলাল হাঁসদা,বিকি ঠাকুর, চঞ্চল মালিক , অশোক চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ। 

সুখেন্দু বাবু জানান যে আগামী একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভায় এখানে যাতে সাধারন মানুষ দেখতে পায় তার ব্যবস্থা করা হচ্ছে এবং শহীদ স্মরণে ঐদিন কর্মসূচিও নেওয়া হচ্ছে। অন্ততপক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে এক হাজার মানুষ এই ভার্চুয়াল সভা দেখতে পারেন তারও বন্দোবস্ত করা হচ্ছে। 

আদিবাসী নেতা বাপি মুর্মু জানান দীর্ঘ ৩৫ বছর ধরে এই এলাকা আদিবাসী প্রধান হওয়া সত্ত্বেওউন্নয়নের দিক দিয়ে পিছিয়ে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এই এলাকায় মানুষের উন্নয়ন যেভাবে হয়েছে আদিবাসী সমাজ আগামী দিনেও তার সাথে থাকবে।