গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্ৰমণ। আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ পেরিয়ে তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত, যা রীতিমতো উদ্বেগজনক। দৈনিক গড় আক্রান্তের সংখ্যা প্রায় ত্রিশ হাজার ছুঁই ছুঁই করছে। অন্যান্য রাজ্যের সাথে পশ্চিমবঙ্গও পিছিয়ে নেই, বেড়েই চলেছে সংক্রমণের সংখ্যা। গত ১৩ জুলাই, সোমবার সর্বশেষ খবর অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা ৩১,৪৪৮ জন। শুধুমাত্র সোমবারই নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৩৫। যদিও অন্য কথাই শোনালো স্বরাষ্ট্র দফতর। তাদের কথা অনুযায়ী পশ্চিমবঙ্গ এখনো ভালো জায়গায় আছে।
Situation not alarming. See table and graph below. pic.twitter.com/EaurDGvmw6
— HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) July 14, 2020
গোটা দেশ করোনা সংক্রমণে উদ্বেগজনক পরিস্থিতিতে থাকলেও পশ্চিমবঙ্গের অবস্থা এখনো আশঙ্কাজনক নয় বলেই জানালো রাজ্যের স্বরাষ্ট্র দফতর। স্বরাষ্ট্র দফতরের তরফে ট্যুইট করে একটি তুলনামূলক গ্রাফ দেখানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে গোটা দেশের তুলনায় শতাংশের বিচারে পশ্চিমবঙ্গে সংক্রমণের হার অনেকটাই কম। গ্রাফটিতে গত ১৫ এপ্রিল থেকে ১২ জুলাই পর্যন্ত তুলনা দেখানো হয়েছে। ১৫ এপ্রিলে গোটা দেশের নিরিখে বাংলায় করোনা আক্রান্তের হার ছিল ২.৩২% এবং গত ১২ জুলাই গোটা দেশের মোট করোনা আক্রান্তের নিরিখে বাংলায় আক্রান্ত ৩.৪২%।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊