নিজস্ব প্রতিনিধি, হুগলি: দেশজুড়ে করোনার মারণ কামড় বেড়েই চলেছে। একদিকে যেমন সংক্ৰমণ বেড়েই চলেছে তেমনি দিনরাত এক করে এর প্রতিকারের রাস্তা খুঁজে বেড়াচ্ছেন বিজ্ঞানীরা। আর এই সংক্ৰমন রুখতেই গত মার্চ মাস থেকে বন্ধ স্কুল-কলেজ। বিভিন্ন বোর্ড পরীক্ষা, কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। স্কুল-কলেজ আবার স্বাভাবিক হবে কবে, শিক্ষার্থীদের ভবিষ্যতই বা কি এইসব নিয়ে চিন্তিত আভিভাবক থেকে শিক্ষকমহল। এই সঙ্কটময় পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের মানসিকতা ঠিক রাখতে তাদের পাশে দাঁড়ালো জাঙ্গিপাড়া SFI লোকাল কমিটি।


করোনা সচেতনতাকে প্রাধান্য দিয়ে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জাঙ্গিপাড়া SFI লোকাল কমিটি আজ মঙ্গলবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দিলাকাশ গ্রামের ১২০ জন দুঃস্থ ছাত্রছাত্রীকে মাস্ক, বিস্কুট, লজেন্স, পেন ও খাতা তুলে দেয়। উপস্থিত ছিলেন SFI সম্পাদক শিউলি রায়, সদস্য সুবীর চ্যাটার্জী, তুষার নন্দী, দিপঙ্কর বেড়া। এছাড়াও উপস্থিত ছিলেন DYFI কর্মী সুদীপ্ত সরকার, রাজু ঘোষ, ও অনান্য কর্মীবৃন্দ। আজকের এই মহৎ কর্মসূচির প্রধান উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনায় উৎসাহ জোগানো।