SER-23, বাঁকুড়া ১৭জুলাই:

গত ১৫ জুলাই রাজ্য শিক্ষা দপ্তর কর্তৃক প্রকাশ করা হয় এ বছরের অর্থাত  ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা ।আর এই মেধা তালিকায় প্রথম কুড়ি জনের মধ্যেই বাঁকুড়া থেকে ছিল সায়ন্ত গড়াই , (মাধ্যমিকে ২ য় স্থানে) , সৌম্য পাঠক (মাধ্যমিকে ৩ য় স্থানে)সহ মোট ১৪ জনের নাম । স্বভাবতই রাজ্যে জুড়ে  প্রশংসা কুড়িয়ে ছিল বাঁকুড়া জেলা । 



মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও রাজ্যের মধ্যে সাফল্যের মুকুট অর্জন করল বাঁকুড়া জেলা । আজ রাজ্য শিক্ষা দপ্তর কর্তৃক এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার  মেধা তালিকা প্রকাশ না করলেও ওয়েব সাইটের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষার ফলাফল  দেখতে পায় । 
ওয়েব সাইটে উচ্চ মাধ্যমিকের ফলাফল আপলোড হতেই যুগ্ম ভাবে প্রথম দুজনের নাম ছড়িয়ে পড়ে জেলা জুড়ে । এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য বাঁকুড়া থেকে প্রথম স্থান অধিকার করেছে গৌরব মন্ডল (বড়জোড়া উচ্চ বিদ্যালয়) তার প্রাপ্ত নম্বর হল ৪৯৯ । এছাড়াও ৪৯৯ পেয়ে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে কেন্দুয়াডিহি উচ্চবিদ্যালয় থেকে অর্পণ মন্ডল ।

এক নজরে দেখেনিন বাঁকুড়ার সম্ভাব্য কৃতীদের তালিকা:-
১) গৌরব মন্ডল প্রাপ্ত নম্বর ৪৯৯ (বড়জোড়া উচ্চ বিদ্যালয়)
২) অর্পণ মন্ডল প্রাপ্ত নম্বর ৪৯৯(কেন্দুয়াডিহি উচ্চ বিদ্যালয়)
৩)রিয়া দত্ত প্রাপ্ত নম্বর৪৯৮(ওন্দা উচ্চ বিদ্যালয়)
৪) শিল্পা দত্ত প্রাপ্ত নম্বর৪৯৭(কেন্দুয়াডিহি উচ্চ বিদ্যালয়) 
৫) রূপ সিনহা প্রাপ্ত নম্বর৪৯৭(শিমলাপাল মদন মোহন উচ্চবিদ্যালয়)
৬) মৌ দাস মহন্তপ্রাপ্ত নম্বর৪৯৭(শিমলাপাল মদন মোহন উচ্চ বিদ্যালয়)
৭) বর্ণালী চক্রবর্তী প্রাপ্ত নম্বর ৪৯৬(খাতড়া উচ্চবিদ্যালয়)
৮) পারমিতা পাত্র প্রাপ্ত নম্বর ৪৯৫ (বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়)
৯) অনামিত্র মুখোপাধ্যায় প্রাপ্ত নম্বর ৪৯৪ (বাঁকুড়া জেলা স্কুল)
১০)বৃষ্টি পাঠক প্রাপ্ত নম্বর ৪৯৪ (পাত্রসায়র বামিরা গুরুদাস ইন্সটিউট)
এছাড়াও যুগ্ম ভাবে অনেকেই একই স্থানে রয়েছে ।