বিজিটিএ র ডিজিটাল ক্যাম্পেইন এর অন্তিম দিনে উঠলো ঝড় 


Sharmistha Samanta: 


করোনা পরিস্থিতিতে হাইকোর্ট বন্ধ থাকায়,বেতন বৈষম্য জনিত শুনানি ব্যাহত হলেও, শিক্ষক সংগঠন বিজিটিএ (BGTA) এর আন্দোলন অন্য রূপে চরম মাত্রা পেলো। 

সংগঠন এর সিদ্ধান্ত অনুযায়ী বিগত ৮ দিন ধরে সারা রাজ্যের সমস্ত গ্র‍্যাজুয়েট শিক্ষক শিক্ষিকা মুখ্যমন্ত্রীকে মেইল ও এস এম এস এর মাধ্যমে তাঁদের দীর্ঘ দু দশকের বঞ্চনা মোচনের দাবী জানালো।রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য এই প্রসঙ্গে জানান,"আমরা গণতন্ত্রে বিশ্বাসী বলেই, সমস্ত গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমাদের ন্যায্য দাবী ওনার কাছে জানিয়েছি।তবে মুখ্যমন্ত্রী যেন ভুলে না যান যে,আগামী ২০২১ এই গণতন্ত্রের বড়ো উৎসব এ রাজ্যে। আর আমাদের দাবী না মিটলে ওই উৎসবে রাজ্যের দেড় লক্ষ বঞ্চিত গ্র‍্যাজুয়েট টিচার্স ই শুধু নয়,তাদের পরিবারও 'সঠিক জায়গায়' ভোট প্রদান করবে,যা ওনার পক্ষে স্বস্তিদায়ক হবেনা।" 

রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল বলেন,"আজ ডিজিটাল ক্যাম্পেইন এর অন্তিম দিনে যে ঝড় ওনার সি এম আর ও তে মেইল আর এস এম এস এর মাধ্যমে গেছে,সেটাকে বুলবুল মনে করে পাত্তা না দিলে ২১ এই উনি ভোটবাক্সে আম্ফান এর অনুভূতি টের পাবেন।"