বিজেপির মাথায় হাত! এবার বিজেপি সভাপতি সহ চার হাজার বিজেপিকর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে
রাজেন্দ্র নাথ দত্ত, সংবাদ একলব্যঃ বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান বহরমপুরে। শুক্রবার বহরমপুর রাধারঘাটে তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর সৌমিক হোসেনের বাড়িতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বহরমপুর টাউন বিজেপি সভাপতি বিশ্বরূপ ঘোষ সহ প্রায় চার হাজার বিজেপি কর্মী।
এদিন বিজেপি টাউন সভাপতি জানিয়েছেন- 'তিনি বিজেপিতে থেকে দলের কাজ করতে পারছিলেন না। তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।' সৌমিক হোসেন বলেন, 'যুব নেতা অভিষেক বন্দোপাধ্যায় কে দেখে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আজ বহরমপুর টাউন বিজেপি সভাপতি যোগদান করেছে। আজ বাংলায় শান্ত পরিবেশ কে অশান্ত করছে বিজেপির কিছু নেতা।'
0 মন্তব্যসমূহ
thanks