সংবাদ একলব্যঃ বর্তমান প্রজন্মের শিক্ষার্থী, অফিস কর্মকর্তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে প্রযুক্তির বিষয়টি। করোনা আবহে সংক্ৰমণে লাগাম টানতে জারি হয়েছে লকডাউন। বেশিরভাগ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তির মাধ্যমে শুরু হয়েছে অনলাইনে পড়াশোনা। রাজ্যসরকারও টেলিফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠদানের পরিকল্পনা করেছিলো। এবার শিক্ষক প্রশিক্ষণ নিয়েও বড়ো ঘোষণা করলো শিক্ষাদপ্তর।
পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য আজ সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন আগামী শিক্ষাবর্ষে (২০২০-২০২২) রাজ্যের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ (D.El.Ed) এর কোর্স হবে অনলাইনে। দুই বছরের এই কোর্স ভর্তির জন্য উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় সাধারণ ক্যাটেগরির জন্য ৫০% নম্বর এবং SC/ST/OBC/PH/EX-SERVICEMAN ক্যাটেগরির আবেদনকারীদের জন্য ৪৫% নম্বর পেতে হবে।
তিনি আরো জানিয়েছেন, শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে আগামী শিক্ষাবর্ষ (২০২০-২০২২) থেকে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় সাঁওতালি ভাষায় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ শুরু হতে চলেছে শুধুমাত্র এই রাজ্যের শিক্ষার্থীদের জন্য। ঝাড়গ্রাম জেলার রামগড়ে জেলার প্রশিক্ষণ কেন্দ্রের দ্বিতীয় ক্যাম্পাসে ৫০ জন শিক্ষার্থী নিয়ে সাঁওতালি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হবে এবং বাকি ৫০ জন শিক্ষার্থীদের বাংলা মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে ঝাড়গ্রাম জেলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে।
ডি.এল.এড সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যঃ
১) ডি.এল.এডে এবারে মোট আসনসংখ্যা ৪৫,৭০০;
২) ডি.এল.এডে ভর্তির আবেদন শুরু হবে ১০ আগস্ট দুপুর ২ টা থেকে এবং শেষ তারিখ ৩১ আগস্ট, ২০২০;
৩) চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে ২২ সেপ্টেম্বর।
৪) যোগ্যতা এবং ভর্তি সংক্ৰান্ত বিষয়সমূহ আগামী ১০ আগস্ট দুপুর ২টা থেকে www.wbbpe.org এবং http://wbbprimaryeducation.org এই সাইট থেকে জানা যাবে।
৫) প্রত্যেক আবেদনকারীকে আবেদন ফর্মে হোয়াটসঅ্যাপের সুবিধাযুক্ত একটি মোবাইল নম্বর এবং যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক নির্দেশাবলীর জন্য একটি বৈধ ইমেল-আইডি দিতে হবে।
আবেদন পদ্ধতিঃ www.wbbpe.org অথবা http://wbbprimaryeducation.org ওয়েবসাইটে গিয়ে "Online Application for admission to Two Year D.El.Ed. Course (Regular/face to face mode) for the session 2020-2022" তে Click করতে হবে। সেখানে প্রদত্ত নির্দেশাবলী দেখে নিয়ে ভর্তির জন্য আবেদন করতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊