মানুষের বিপদের সময় বর্তমান কেন্দ্র সরকার মুনাফা লুটছে- রাহুল গান্ধী
সম্প্রতি রেলমন্ত্রী জানিয়েছেন লকডাউনে শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়ে ভারতীয় রেল ৪২৯ কোটি টাকা রোজগার করেছে। এবার তা নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকার গরিব বিরাধী। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর দাবি, মানুষের বিপদের সময় বর্তমান কেন্দ্র সরকার মুনাফা লুটছে।
সোশাল মিডিয়ায় অনবরত সক্রিয় রাহুল। কেন্দ্রের বিরুদ্ধে একে একে প্রায় তোপ দেগে পোস্ট করেন তিনি। এদিন টুইটারে রাহুল লেখেন, "দেশের আকাশে সংকটের কালো মেঘ। মানুষ সমস্যায় পড়েছেন। আর গরিব বিরোধী সরকার এই বিপদের সময়েও মুনাফা লুটছে।"
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে রাহুল বলেন, “উনি তো কেবল নিজের ভাবমূর্তি তৈরিতে ব্যস্ত।”
টুইটারে একটি পোস্টে রাহুল লেখেন, “আমি তাদের করোনাভাইরাস এবং অর্থনীতির বিষয়ে সতর্ক করেছিলাম। তারা পাত্তা দেয়নি। বিপর্যয় চলেই যাচ্ছে। আমি তাদের চিন নিয়েও সতর্ক করে দিই। তারা এটিকেও পাত্তা দেয়নি।"
बीमारी के ‘बादल’ छाए हैं, लोग मुसीबत में हैं, बेनिफ़िट ले सकते हैं - आपदा को मुनाफ़े में बदल कर कमा रही है ग़रीब विरोधी सरकार। pic.twitter.com/YSUsxIpSvC
— Rahul Gandhi (@RahulGandhi) July 25, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊