কাদা কাদা আর নয়, নয় কোনো কুরুচির গান, প্রতিবাদ করলেন শিল্পী সুপ্রতীপ ভট্টাচার্য

কলকাতাঃ মুক্তিতে সোশ্যাল সাইডে আলোড়ন তুলেছে "ভাইরাল"। প্রতিটি ক্রিয়েটিভ কাজকে সম্মান জানিয়ে মুক্তি পেল সুপ্রতীপ ভট্টাচার্য এর কন্ঠে " ভাইরাল"। চরম প্রতিবাদ করে এই গান দর্শকদের জন্য উপহার দিয়েছেন তিনি। 





বর্তমানে সোশ্যাল সাইডে গালাগালি, কাদাকাদা, রবীন্দ্র সংগীত কে নানা কুরুচিকর ভাবে উপস্থাপনা করছেন কিছু মানুষ। মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে সেই জিনিস গুলো। কিন্তু কেন? প্রতিবাদ কোথায়? কেন সবাই চুপ? সত্যিকারের ক্রিয়েটিভ ও প্রতিভার কাজ কেন দাম পায় না? কেন ভাইরাল হয় না? কেন কেন কেন? চেঁচিয়ে গলা উঁচু করে এবারে প্রতিবাদ করলো গানে গানে শিল্পী সুপ্রতীপ ভট্টাচার্য। দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে এই গান। প্রশংসায় উচ্ছ্বসিত গায়ক।