নিজস্ব সংবাদদাতা, দিনহাটাঃ 

মুমুর্ষ রোগীর প্রাণ বাঁচাতে এগিয়ে এল দিনহাটার সাংবাদিক। সোমবার দিনহাটা ২ ব্লকের বামনহাট নিবাসী মমতা বিবির অপারেশন এর জন্য রক্ত দরকার হয়। তার রক্তের গ্রুপ ছিল এ পজিটিভ। সেই মায়ের প্রাণ বাঁচাতে কোচবিহার সেন্ট জন ব্লাড ব্যাংকে রক্ত দেয় মিল্টন সরকার। 

মিল্টন এর বাড়ি দিনহাটার সাহেবগঞ্জে। পেশায় তিনি একজন সাংবাদিক। তার এইরকম কাজে বেশ খুশি হয়েছেন অন্যান্য সাংবাদিকরাও।

মিল্টন সরকার জানান "করোনা আবহে চারিদিকে রক্ত সংকট, ব্লাড ব্যাংক গুলি রক্ত সঙ্কটে ভুগছে। এক মায়ের অপারেশনে রক্তের দরকার জানতে পেরেই ছুটে এসে রক্ত দিলাম। সেই মায়ের প্রাণ বাঁচাতে পেরে আমি গর্বিত। আমি আশা রাখবো যুবসমাজ এভাবেই মানুষের পাশে এসে দাঁড়াবে। রক্ত দিয়ে একে অপরের প্রান বাঁচাবে।" 


মমতা বিবির ছেলে মুর্তাজা আলী জানান এভাবে মায়ের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য সাংবাদিক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ।