কাজল দে, ধূপগুড়িঃ 

কাজে যোগ না দিয়ে ধূপগুড়ি পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন পৌর স্বাস্থ্যকর্মীরা। ধূপগুড়ি পৌরসভার অধীনস্থ 22 জন স্বাস্থ্য কর্মী এদিন বৃষ্টিতে ভিজে বিক্ষোভ দেখান এবং ৫ দফা ম দাবিতে ধুপগুড়ি পৌরসভা চেয়ারপার্সন ভারতী বর্মনের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পাঠান। 

তাদের দাবি গুলির মধ্যে অন্যতম দাবি ছিল করোনার জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্যকর্মীদের যে বিশেষ 5 হাজার টাকা করে ভাতা ঘোষণা করেছেন সেই ভাতার মেয়াদ বাড়াতে হবে, যতদিন করোনা সংক্রমণ কমছে  ততদিন পর্যন্ত  যাতে স্বাস্থ্য কর্মীদের ভাতা প্রদান করা হয় সে দাবি জানিয়েছেন তারা পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের এ এন এম মর্যাদা প্রদান করতে হবে সেইসাথে স্থায়ীকরণের দাবি জানানো হয়েছে সেই স্মারকলিপিতে।

পুরসভার  অধীনে থাকা  22 জন স্বাস্থ্য কর্মী এ এন এম দের মতই সমস্ত কাজ করেন বলে দাবি তাদের।   বাচ্চাদের টিকা করন থেকে পোলিও খাওয়ানো এমনকি বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা। সমস্ত টাই তারাই করে থাকেন,  তারা হুশিয়ারি দিয়েছেন যদি তাদের দাবি পূরণ করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে তারা এগোবেন।

পুরসভার চেয়ারপার্সন ভারতী বর্মণ বলেন তারা আমাকে একটি দাবি সনদ দিয়েছে আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো। স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন হাসপাতালে যে স্বাস্থ্যকর্মী রয়েছে তাদের মতনই সমস্ত কাজকর্ম করে থাকে আমাদের পুরসভার 16 টি ওয়ার্ডের মধ্যে তাই তাদের দাবিগুলো যুক্তিযুক্ত।