Sample Picture

WEBDESK: 

কুয়োও পড়ে গেছে বাঁদর ছানা, আর ছানাকে বাঁচাতে অক্লান্ত প্রয়াস চালালো তাঁর মা। ইন্ডিয়ান ফরেস্ট অফিসার সুশান্ত নন্দার শেয়ার করা ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। ক্যাপশনে নন্দা লিখেছেন, 'মাতৃস্নেহই তাদের সেরা কম্যান্ডো করে তোলে'।

ভিডিওতে দেখা যাচ্ছে, কুয়োর মধ্যে পড়ে গিয়ে ছটফট করছে একটি বাঁদর ছানা। দেওয়াল বেয়ে ওঠার চেষ্টা করলেও সে পারছে না। অসহায়ভাবে সাহায্যের অপেক্ষা করতে দেখা যাচ্ছে বাঁদর ছানাটিকে। কয়েক সেকেন্ড পরেই চলে আসে তার মা। কুয়োর দেওয়াল বেয়ে শাবককে উদ্ধার করার প্রচেষ্টা চালাতে থাকে বাঁদরটি। অবশেষে উদ্ধার করে পিঠে চাপিয়ে দেওয়াল বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে বাঁদরটি সফল হয়। কুয়োর ওপরে উঠে আসার পর শাবককে জড়িয়ে ধরে আদর করে বাঁদরটি।

একজন মায়ের সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালবাসার চিত্র নেটিজেনদের মন কেড়েছে।