করোনা ভাইরাসের সংক্রমণে রাশিয়াকে পিছনে ফেলে বিশ্বে তৃতীয় স্থানে চলে এসেছে ভারত। এরপরেই কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী।
তাঁর বক্তব্য, করোনা মহামারীর গুরুত্ব ঠিকভাবে বুঝতেই উঠতে পারেনি বিজেপি সরকার, আর সেজন্যই পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে গিয়েছে।
ট্যুইটারে রাহুল লিখেছেন, করোনা মহামারী মোকাবিলায় ভারত সরকারের অপারগতাকে আগামী দিনে ব্যর্থতার উদাহরণ হিসেবে পড়ানো হবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। নিজের পোস্টের সঙ্গে রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশে দেওয়া একটি ভাষণের অংশও জুড়ে দিয়েছেন, যেখানে প্রধানমন্ত্রী বলছেন যে মহাভারতের যুদ্ধে ১৮ দিনে জয় এসেছিল, করোনার বিরুদ্ধ যুদ্ধে ভারত জিতবে ২১ দিনে। পাশাপাশি, রাহুল একটি গ্রাফ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে সংক্রমণ কমার পরিবর্তে কিভাবে বেড়েই চলছে এবং বিশ্বে তৃতীয় স্থান পৌঁছেছে ভারত। কোভিড সংক্রমণ রোধে ব্যর্থতার পাশাপাশি জিএসটি চালু করা এবং বিমুদ্রাকরণে ব্যর্থতা নিয়েও খোঁচা দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল।
Future HBS case studies on failure:
— Rahul Gandhi (@RahulGandhi) July 6, 2020
1. Covid19.
2. Demonetisation.
3. GST implementation. pic.twitter.com/fkzJ3BlLH4
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊