বর্ণালী দত্ত, রায়গঞ্জঃ 

উত্তর দিনাজপুর রায়গঞ্জ সংলগ্ন পার্শ্ববর্তী অঞ্চল কালিয়াগঞ্জ বাহন গ্রাম পঞ্চায়েত এর চাষের জমি জলমগ্ন। বিগত দুই তিন দিন ধরে ভারী বর্ষণের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

লাগাতার বৃষ্টিতে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। জল এখনো না নামায় ফসল ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কায় রয়েছেন বাহন গ্রামের কৃষকেরা। রমেন দত্ত জানান- "জল নামার কোন লক্ষ্মণ নেই, এভাবে আর কয়েকদিন থাকলে এবারে ধান ভালো হবে না।"

একদিকে লকডাউন অন্যদিকে অতি বর্ষণে  গ্রামবাসীরা চরম অর্থনৈতিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে।