Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্বকাপের যোগ্যতা অর্জনে শুরু হচ্ছে ওয়ান ডে সুপার লীগ



বিশ্বকাপের যোগ্যতা অর্জনে শুরু হচ্ছে ওয়ান ডে সুপার লীগ


অন্বেষা বিশ্বাস, সংবাদ একলব্যঃ একদিবসীয় ম্যাচে আকর্ষণ বাড়াতে নয়া উদ্যোগ নিলো আইসিসি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ধাঁচে এবার ওয়ানডে ক্রিকেটেও শুরু হতে চলেছে ওয়ান ডে সুপার লীগ যার নাম দেওয়া হয়েছে ‘ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ’ (Cricket World Cup Super League)। ১৩টি দল নিয়ে এই লীগ শুরু করতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এই সুপার লীগের মাধ্যমেই হতে চলেছে আগামী একদিবসীয় বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্ব যার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আসন্ন ইংল্যান্ড-আয়ারল্যান্ডের ম্যাচের মাধ্যমে।

পরবর্তী ক্রিকেট বিশ্বকাপের আসর বসবে ২০২৩ সালে ভারতে। তার জন্য যোগ্যতা নির্ণায়ক খেলা শুরু হচ্ছে ৩০ জুলাই। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে মোট ১৩টি দলের মধ্যে খেলা হবে। যার নাম দেওয়া হয়েছে 'ওডিআই সুপার লিগ'। অংশগ্রহণকারী ১২টি দল (আয়ারল্যান্ড, আফগানিস্তান, জিম্বাবোয়ে-সহ) আইসিসি'র পূর্ণ সদস্য। অন্যদিকে আরও একটি দল রয়েছে হল্যান্ড (নেদারল্যান্ড)। সূচি অনুযায়ী প্রতিটি দল চারটি হোম ম্যাচ ও চারটি অ্যাওয়ে ম্যাচ খেলবে। প্রতিটি সিরিজে ৩টি করে ম্যাচ থাকবে। লীগের সেরা ৭টি দল এবং আয়োজক দেশ সরাসরি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে।

তবে ২০২৩ বিশ্বকাপ হবে ১০ দলের মধ্যে। সেক্ষেত্রে লিগে শেষ পাঁচটি দলের সঙ্গে অ্যাসোসিয়েটশ দেশগুলি লড়বে বাকি দু'টি জায়গার জন্য। ম্যাচ জিতলে পাওয়া যাবে ১০ পয়েন্ট। কোনও কারণে ড্র হলে ৫ পয়েন্ট করে দুই দলের মধ্যে ভাগ হবে। আর স্লো-ওভার রেটের জন্য কাটা যাবে দলের পয়েন্ট। আইসিসি'র পক্ষ থেকে জানা গিয়েছে, ওডিআাই সুপার লিগের সম্পুর্ণ ক্রীড়াসূচি খুব শীঘ্রই প্রকাশ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code