Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাধ্যমিকে সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী


করোনা আবহের মাঝেই আজ সকাল ১০টায় সাংবাদিক বৈঠকে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি ফলাফল ঘোষণা করেন। সকাল ১০টা ৩০ মিনিট থেকেই অনলাইনে পরীক্ষার্থীরা রেজাল্ট দেখতে শুরু করে পরীক্ষার্থীরা। এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬। ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা ১২.৭২ শতাংশ বেশি। ছেলেদের চেয়ে ১ লক্ষ ২৭ হাজার ৬৭০ জন বেশি মেয়ে এবারের মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।

মাধ্যমিকে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে লিখেছেন, ‘মাধ্যমিকে সব সফল পরীক্ষার্থীকে অভিনন্দন। বিশেষ করে এই কঠিন সময়ে শিক্ষাজীবনের প্রথম ধাপ পেরিয়ে যাওয়ার জন্য অভিনন্দন জানাই। বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকাদের সাহায্যে তোমরা ভবিষ্যতে দায়িত্ববান ও যত্নশীল নাগরিক হয়ে ওঠো।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code