করোনা আবহের মাঝেই আজ সকাল ১০টায় সাংবাদিক বৈঠকে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি ফলাফল ঘোষণা করেন। সকাল ১০টা ৩০ মিনিট থেকেই অনলাইনে পরীক্ষার্থীরা রেজাল্ট দেখতে শুরু করে পরীক্ষার্থীরা। এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬। ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা ১২.৭২ শতাংশ বেশি। ছেলেদের চেয়ে ১ লক্ষ ২৭ হাজার ৬৭০ জন বেশি মেয়ে এবারের মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।

ট্যুইট করে তিনি লিখেছেন, ‘সফলভাবে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষার্থীদের অভিনন্দন। আমাদের রাজ্যকে গর্বিত করার ক্ষমতা ও প্রতিভা তোমাদের আছে। তোমাদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা। তোমাদের পাশে থাকা ও পথ দেখানোর জন্য শিক্ষক-শিক্ষিকা ও বাবা-মায়েদের অবদানের কথা বলতেই হবে।’