সুরশ্রী রায় চৌধুরী

বিহারের নেপাল সীমান্তে নেপালি পুলিশের গুলিতে একজন সাধারন গ্রামবাসীর মারা যাওয়ার ও তিনজন গুরুতর আহত হওয়া থেকে ভারত নেপাল বিতর্ক শুরু।

তারপর থেকেই সীমান্তে সেনা বাড়াতে শুরু করেছিল নেপাল। নেপালের পার্লামেন্টে পাস হয়েছিল নতুন সরকারি মানচিত্র। সেখানে ভারতের তিনটি জায়গাকে তারা নিজেদের বলে দেখিয়েছিল। কালাপানি, লিপুলেখ ও লিপিয়াধুরা। এই তিনটি জায়গা নিয়ে নেপালের সঙ্গে ভারতের বিবাদ চরমে উঠেছিল। কালাপানি অঞ্চলে সম্প্রতি ভারত একটি রাস্তা নির্মাণ করেছে। সেই সঙ্গে একটি ব্রিজের নির্মাণ হয়েছে। আর তারপর থেকেই চটেছে নেপালের প্রশাসন। নেপালের দাবি, ভারত তাদের সীমান্তে রাস্তা তৈরি করেছে। তারপর থেকেই দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা শুরু হয়েছে।
 
সীমান্তে এখন নেপালের সেনা ছাউনি বাড়িয়ে ২২১ করার সিদ্ধান্ত নিয়েছে নেপালের প্রশাসন। ভারতের সঙ্গে থাকা সীমান্তে ৫০০টি চেকপোস্ট করার পরিকল্পনা করে ফেলেছে নেপাল। 

এখানেই শেষ নয় নিজেদের দেশে ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধ করছে নেপাল। নেপালের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী ও নেপাল কমিউনিস্ট পার্টির মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠা ভারতীয় মিডিয়ায় তাদের দেশের সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন প্রোপাগান্ডা চালানোর অভিযোগ তুলেছিলেন। 

এবার নতুন বিতর্কে জড়ালেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। নেপালের প্রধানমন্ত্রীর দাবি, আসল অযোধ্যা ভারতে নয়, নেপালে। রাম আসলে নেপালি। এমনটাই খবর দিয়েছে এএনআই।