৯ জুলাই বিকেল ৫টা থেকে কনটেনমেন্ট জোনে লকডাউন কার্যকর করেছে রাজ্য। রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কনটেনমেন্ট জোনে বন্ধ থাকবে সব সরকারি-বেসরকারি অফিস। কনটেনমেন্ট জোনের বাসিন্দারা অফিস যেতে পারবেন না। কনটেনমেন্ট জোনে যে সব সরকারি ও বেসরকারি কর্মচারী থাকেন, তাঁদের অফিস হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হতে পারে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- 
  • কনটেনমেন্ট জোনে চলবে না কোনও যানবাহন। 
  • কনটেনমেন্ট জোনে বন্ধ থাকবে সমস্ত দোকান। 
  • সমস্ত বাজার, কারখানা, বাণিজ্যিক গতিবিধি সম্পূর্ণ বন্ধ থাকবে। 
  • জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বন্ধ থাকবে দোকান। 
  • কনটেনমেন্ট জোনে সব ধরনের ভিড়-জমায়েতে নিষেধাজ্ঞা। 
  • স্থানীয় প্রশাসন চেষ্টা করবে কনটেনমেন্ট জোনে হোম ডেলিভারির ব্যবস্থা করার। 
  • কখন, কীভাবে কনটেনমেন্ট জোন বাড়বে, ঠিক করবে প্রশাসন।

আরও জানা গেছে এখন থেকে ৩টি জোনকে একত্রিত করে সমস্ত কনটেনমেন্ট জোন বৃহস্পতিবার থেকে সম্পূর্ণ লক ডাউন থাকবে।

এবার দেখে নিন উত্তরের জেলা গুলোর কোন কোন জায়াগায় আবার লকডাউন শুরু হচ্ছে-

কোচবিহারঃ  উনিশবিশা, পানিখাওয়া- (মাথাভাঙ্গা) 
উত্তর দিনাজপুরঃ কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, চোপড়া, রায়গঞ্জ মিউনিসিপলিটি, গোলাপোখের-১, হেমতাবাদ, ইসলামপুর, ইটাহার, ডালখোলা মিউনিসিপলিটি

আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন ঃ CLICK HERE