নিজের বাড়ি তৈরির কাজের জন্য কাঠ কিনেছিলো এশিয়াডে স্বর্ণপদক এবং অর্জুন পুরস্কার প্রাপ্ত জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মন। অথচ বেআইনিভাবে কাঠ মজুত রাখার অভিযোগে তাঁর বাড়িতে অভিযান চালিয়েছিলো বনদপ্তরের টাস্কফোর্সের প্রধান সঞ্জয় দত্ত। সেই কাঠের বৈধ কাগজ দেখানোর জন্য ৩০ দিনের নোটিশও ধরানো হয় স্বপ্নাকে। যা নিয়ে জলঘোলা হয় প্রচুর। পরিস্থিতি সামাল দিতে আসরে নামলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


স্বপ্নার বাড়িতে বনদপ্তরের অভিযানের তীব্র নিন্দা করে বনদপ্তরের আধিকারিক সঞ্জয় দত্তের বদলির নির্দেশও দিয়েছেন তিনি।



বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান,"স্বপ্না খুব ভালো মেয়ে, খুব ভালো খেলে। ও বাড়ি করবে বলে কাঠ কিনেছে, তাতে তো ওর কোনো দোষ নেই। ও কি করে জানবে কোন কাঠ বৈধ আর কোনটি অবৈধ? বন দফতরের কিছু লোক ওঁর বাড়িতে চলে গিয়েছে। আমাকে জিজ্ঞেস করে যায়নি, আমরা জানলে যেতেই দিতাম না। আমি নিজে একটা কাগজে দেখে ওঁকে ফোন করেছি, মুখ্যসচিবকে বলেছি পদক্ষেপ করতে। বনদপ্তরের তরফে স্বপ্নাকে দেওয়া নোটিশ সরকারই বাতিল করে দিয়েছে। পুরো বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে।"

বিস্তারিত শুনুন ভিডিওতে-