সঞ্জিত কুড়ি, বর্ধমান ঃ 

প্রকাশ্য দিবালোকে বর্ধমান শহরের জনবহুল বিসিরোডে শ্যুট আউটের ঘটনায় ব্যাপক আতংক ছড়ালো। শুক্রবার দুপুর প্রায় ২টো নাগাদ বর্ধমান শহরের বিসিরোডের পূর্বতন রূপমহল সিনেমা হলের সামনে এক টোটোচালককে লক্ষ্য করে পরপর গুলি চালালো দুষ্কৃতিরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তির নাম হিরামন মণ্ডল। বাড়ি জামালপুর থানার জৌগ্রামের কলিপুকুর এলাকায় হলেও বর্তমানে তিনি শ্বশুরবাড়ি বর্ধমানের সরাইটিকর বাসাপাড়া এলাকায় থাকতেন। 


তিনি জানিয়েছেন, আগে তিনি বিসিরোডে একটি বেসরকারী গোল্ড লোন সংস্থায় সিকিউরিটির কাজ করতেন। এখন তিনি টোটো চালান। এদিন তিনি লোনের প্রিমিয়াম জমা দেবার জন্য এসেছিলেন। তিনি যখন বেসরকারী সংস্থার ভেতরে যাচ্ছিলেন সেই সময় একজন তাঁকে জাপটে ধরে। এরপরই তাঁকে লক্ষ্য করে একটি গুলি চালায়। গুলি লাগে তার জামার বুক পকেটে থাকা মোবাইলে। ফলে মোবাইলটি নষ্ট হয়ে গেলেও তাঁর বুকে গুলি লাগেনি। এরপরই তারা ছুটে বেড়িয়ে আসে। তিনিও পিছন পিছন বেড়িয়ে আসেন। এই সময় দুষ্কৃতিরা মোটরবাইকে চেপে পালাতে গেলে তিনি মোটরবাইকে থাকা একজনকে ধরে ফেলে দেন। এই সময় তার মাথায় বন্দুকের বাঁট দিয়ে সজোরে আঘাত করা হয়।একইসঙ্গে তাঁকে লক্ষ্য করে ফের ৩ রাউণ্ড গুলি ছোঁড়া হয়। একটি গুলি তাঁর পিঠে লাগে। এরপরই দুষ্কৃতিরা মোটরবাইকে চেপে পালিয়ে যায়। 

খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় সহ ডিএসপি সৌভিক পাত্র, বর্ধমান থানার আইসি পিণ্টু সাহা। জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ‌্যায় জানিয়েছেন, গোটা জেলা জুড়েই সমস্ত থানাকে সতর্ক করে দেওয়া হয়েছে। তাঁরা দ্রুত অপরাধীদের ধরার চেষ্টা করছেন।