দেশের অর্থনীতি মজবুত করতে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী 




বিশ্ব করোনায় স্তব্ধ, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় বিশ্ব বাসী কিন্তু করোনার থাবা ক্রমশ জোড়ালো হচ্ছে l
আর্থিক মন্দায় সারা বিশ্ব, আন্তর্জাতিক আমদানি রপ্তানিতে অনেক ক্ষেত্রেই এখনো নিষেধাজ্ঞা রয়েছে l
পিছিয়ে নেই আমাদের দেশও l
করোনা শুরুর আগের থেকেই দেশীয় অর্থনীতির স্বাস্থ্য সবল ছিল না l
করোনা আবহে অর্থনীতির স্বাস্থ্য আরও দুর্বল হয়ে পড়েছে l
তবে আশার বাণী হল বিশ্বের তাবড় তাবড় দেশগুলির তুলনায় অনেকটাই ভালো অবস্থায় এই একশত ত্রিশ কোটির দেশ l
দীর্ঘ লক ডাউনে দেশের অভ্যান্তরীন বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে l
সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে l
দেশের অর্থনীতির হাল ফেরাতে জরুরী বৈঠকে আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে যোগ দিতে চলেছেন অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শশীকান্ত শর্মা ও সেবির চেয়ারম্যান l
দেশের অর্থনীতি চাঙ্গা করতে কি কি কর্মসূচি গ্রহণ করা হয় এই বৈঠকে সেই দিকে নজর রেখেছে অর্থনীতিবিদ মহল l
দেশবাসীর কল্যানে কি কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে তাকিয়ে আছে দেশবাসী l