"রেপ"!!! হ্যাঁ, এই একটি শব্দ, যেটার কোনো ক্ষমা হয় না। সমাজের কিছু পাপিষ্ঠ মানুষ এই কাজ গুলো করে বেড়ায়। তাদের না আছে কোনো সম্মান, না আছে কোনো মানসিকতা। রেপ যারা করে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই এই পৃথিবীতে। তাদের একমাত্র পরিনাম হওয়া উচিত মৃত্যু।
বাস্তবের এই সত্য কে তুলে ধরলেন এবারে " লক্ষ্য" সিনেমার মাধ্যমে পরিচালক সৌম্যজিৎ আদক। মুক্তি পেয়েছে এই ওয়েব ছবিটি বঙ্গো ওটিটি প্ল্যাটফর্মে।
রেপ যে পৃথিবীর সবচেয়ে ঘৃন্য কাজ, সেটা বারবার তিনি বলতে চেয়েছেন তার ছবিতে। কুইনটেলস এন্টারটেইনমেন্ট এর ব্যানারে মুক্তি পেয়েছে ছবিটি।
ছবির প্রযোজক নীলাঞ্জন মুখার্জি জানান বর্তমানে নারীদের উপরে নানান পাশবিক অত্যাচার হচ্ছে। তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো দরকার। আমাদের ছবিতে বারবার সেটা আমরা বলতে চেয়েছি। ছবিতে অভিনয় করেছেন অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়, রিষভ বাসু, নীল ভট্টাচার্য, নেহা আমানদীপ, রনজয় বিষ্ণু, তারান্মাম হক প্রমুখ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊