করোনা ভাইরাস যেমন একদিকে লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, তেমনি ছাত্রছাত্রীদের কপালে দুঃশ্চিন্তার ভাঁজ ফেলেছে। ইতিমধ্যেই কয়েকটি পরীক্ষা বাতিল করে ফলাফল প্রকাশ করতে হয়েছে বিভিন্ন বোর্ড পরীক্ষার। করোনা সংক্রমণের জন্যই বারবার পিছিয়ে যাচ্ছে জয়েন্ট এন্ট্রান্স (মেইনস) বা NEET এর মতো পরীক্ষাগুলি। ফলে উচ্চশিক্ষার আশায় থাকা শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে সন্দীহান হয়ে পড়েছে। এইসব পরিস্থিতি বিচার বিবেচনা করে কেন্দ্রীয় কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নিয়ম সহজ করা হলো বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল।
বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন,"এখন থেকে NIT সহ অন্যান্য কেন্দ্রীয় কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য JEE মেইন ২০২০ পরীক্ষায় পাস করার সঙ্গে শুধু দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় পাশ করলেই হবে।"
JEE Main 2020 qualified candidates will now only need to obtain a passing certificate in class XII examination irrespective of the marks obtained.
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) July 23, 2020
এতদিন NIT সহ অন্যান্য কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে JEE মেইন-এ উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বরও পেতে হত। কিন্তু করোনার জেরে লকডাউন পরিস্থিতির মধ্যেই CBSC ও ISC পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি হতে যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণেই সেন্ট্রাল সিট অ্যালোকেশন বোর্ড (CSAB) ভর্তির নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊