অমিতাভ বচ্চন করোনা নেগেটিভ ! বৃহস্পতিবার হঠাৎ করেই রটে যায় এই খবর। আশায় বুক বাধে তার অগণিত ভক্তকূল। যদিও কিছুক্ষণের মধ্যেই আসল সত্যিটা বেরিয়ে আসে যখন স্বয়ং বিগ বি ট্যুইট করে তাঁর নিজের পরিস্থিতি জানান। তিনি নিজে জানিয়েছেন তাঁর রিপোর্ট নেগেটিভ আসেনি।

১১ জুলাই থেকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড শাহেনশা। এরপর হঠাৎ একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পরে বচ্চনের রিপোর্ট নেগেটিভ এসেছে। তার পরিপ্রেক্ষিতে উক্ত সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে তিনি ট্যুইট করে লিখেছেন,"এই খবর ভুল, দায়িত্বজ্ঞানহীন এবং সংশোধনাতীতভাবে মিথ্যা।" বোঝাই যাচ্ছে এই খবরে তিনি কতটা ক্ষুব্ধ।