জাতীয় কংগ্রেসের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হল কৃতি ছাত্র দ্বীপ গাইনকে


নিজস্ব প্রতিনিধি, সংবাদ একলব্যঃ  অশোকনগর ব্লক জাতীয় কংগ্রেস উদ্যোগে আজ সংবর্ধনা দেওয়া হল কৃতি ছাত্র দ্বীপ গাইনকে। এবছর  উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে সম্ভাব্য দশম স্থান অর্জন করেছে সে। পরিক্ষায় তার প্রাপ্ত নম্বর ৪৯০। উল্লেখ্য করোনা আবহে মধ্যে এই বছর সব পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তবুও পরিশেষে বাকি পরিক্ষাগুলি বাতিল করে ফলাফল প্রকাশ করে । 

রাজ্যের সম্ভাব্য তালিকায় দ্বীপ দশম স্থানে রয়েছে। তার বাড়ি অশোকনগরের  কল্যানগর পৌরসভা এলাকায় । এবছর হাবরা প্রফুল্লনগর বিদ্যামন্দির(উঃমা) থেকে সে উচ্চ মাধ্যমিকে বসে। এই কৃতি পূর্বেও  মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অর্জন করে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করে।  তার এই সাফল্যে এলাকার সকল মানুষ যেমন খুশি , তেমনি জাতীয় কংগ্রেস কর্মীবৃন্দরা আজ তাকে সংবর্ধিত করতে পেরে গর্বিত বলে মনে করেন।