অদৃশ্য শত্রু করোনার সাথে লড়াইয়ে প্রথম সারিতে থেকে লড়াই করছে চিকিৎসকরা। এই মুহূর্তে মানুষকে এই অদৃশ্য শত্রুর হাত থেকে বাঁচাতে ঢাল হয়ে লড়ে যাচ্ছেন চিকিৎসকরা। গত ১লা জুলাই ডাক্তার দিবসে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে ছুটি ঘোষণা করেন। এবার করোনা যোদ্ধাদের সম্মান জানাতে অভিনব উদ্যোগ ইন্ডিগোর। 


করোনা আবহে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করা চিকিৎসকদের অভিনন্দন জানাতে অভিনব উদ্যোগ ইন্ডিগো উড়ান সংস্থার। দেশের করোনা যোদ্ধা চিকিৎসকদের জন্য বিমান যাত্রায় ২৫ শতাংশ ছাড়ের ঘোষণা ইন্ডিগোর। চিকিৎসকদের সম্মান জানাতে টাফ কুকি নামাঙ্কিত প্রকল্প এনেছে ইন্ডিগো।