করোনা সংক্রমণে বিপর্যস্ত রাজ্য। দিনের পর দিন বাড়ছে সংক্রমণ, বাড়ছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে একদিকে মেনে চলা উচিত করোনা সতর্কতা অন্যদিকে চালু হয়ে গেছে অফিস- আদালত, ভিড় বাড়তে শুরু করেছে রাস্তা-ঘাট, বাজারে। এরজন্য, মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব বিধি মানার জন্য নতুন নির্দেশিকাও জারি করেছে নবান্ন।
করোনা পজিটিভ হলে তাঁদের জন্য রয়েছে কোভিড হাসপাতাল। কিন্তু যারা উপসর্গহীন বা সামান্য উপসর্গ রয়েছে তাঁদের চিকিৎসা বাড়ি থেকেই কড়া যেতে পারে। কিন্তু এমন বহু রোগীর দেখা মিলবে যাদের বাড়িয়ে তেমন পর্যাপ্ত সুযোগ নেই এবার তাঁদের জন্য নতুন ব্যবস্থা করলো সরকার।
যাদের বাড়িতে থাকা এবং দেখভালের উপযুক্ত ব্যবস্থা নেই, সেই উপসর্গহীন বা সামান্য উপসর্গযুক্তদের জন্য সেফ হোমস-এর ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
সেফ হোমসে আইসোলেশনের পাশাপাশি খাওয়া, থাকা এবং জীবাণুমুক্ত পরিবেশে নিয়মিত স্বাস্থ্যের পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে। কোভিড হাসপাতালগুলির সঙ্গে সমন্বয় রেখেই চলবে সেফ হোমস।
আপৎকালীন পরিস্থিতিতে প্রয়োজনে সেখানে রোগীদের স্থানান্তর করাও হতে পারে বলে জানা গেছে। রাজ্যে ১০৬টি সেফ হোমসে ৬ হাজার ৯০৮ শয্যার ব্যবস্থা করা হয়েছে। বিনামূল্যে মিলবে এই পরিষেবা। বৃহস্পতিবার ট্যুইট করে একথা জানায় স্বরাষ্ট্র দফতর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊