রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :

করোনা আবহে অভুক্ত মানুষের সংখ্যা যে কম নয় তা কম বেশি সকলেই জানি। অনেকে কর্মহীন হয়ে পড়ায় সংখ্যাটা বেড়ে গিয়েছে। দোকান পাঠ, বাজার সব কিছু বন্ধ থাকায় ভবঘুরেরা পড়েছে চরম বিপদে। দুবেলা খাওয়ার সাহায্য পাওয়ার মতো উপায় নেই তাঁদের। আর তাঁদের পাশেই দাড়ালেন হরিহরপাড়ার থানা পুলিশ।

আজ মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত হরিহরপাড়ার থানার ভারপ্রাপ্ত অধিকারিক লকডাউনের তৃতীয় দিনে অভুক্ত ভবঘুরেদের হাতে খাবার তুলে দিলেন। তিনি হরিহরপাড়ার বাজার এলাকায়, বাসস্ট্যান্ড, সব্জি বাজার, থানাপাড়া এলাকায় তিনি নিজে পায়ে হেঁটে প্রত্যেক ভবঘুরে দের হাতে দুপুরের খাবার তুলে দেন।তাতে বেজায় খুশি তারা।

লক ডাউন ও করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে হরিহরপাড়া থানার পুলিশের এই উদ্যোগ দেখে হরিহরপাড়ার বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন। লকডাউনে হরিহরপাড়া এলাকার হোটেল ও দোকান সব বন্ধ, আজ তারা অভুক্ত না থাকে তাই এই উদ্যোগ বলে জানান হরিহরপাড়ার থানার ভারপ্রাপ্ত অধিকারিক রবীন্দ্র নাথ বিশ্বাস।