Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২ আহত ১


ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্য ২ আহত ১

সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান: 

রাজ্য সরকারের ডাকা দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনের লক ডাউনে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির,আহত হলেন এক জন। ঘটনাটী ঘটেছে আজ দুপুরে পূর্ব বর্ধমান জেলার মেটাল ডিভিসি এলাকায়।আটক করা হয় ঘাতক লড়িটিকে।পলাত্বক ড্রাইভার ও খিলাসি।


আত্মীয় ও স্থানীয় সূত্রে জানাগেছে অসুস্থতার খবর পেয়ে বাইকে করে আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন খাগরাগর এলাকার বাসিন্দা পিন্টার সেখ, সেখ রহমত ও আরো এক ব্যক্তি।মেটাল ডিভিসি এলাকায় ন্যাশনাল হাই ওয়েতে রোড ক্রসিংএর কাছে দাঁড়িয়ে ছিলেন ওই সময় একটি লড়ি আর একটি লড়িকে ওভার টেক করতে গিয়ে ধাক্কা মারে দাড়িয়ে থাকা বাইক টিকে, ঘটনা স্থলে মৃত্যু হয় দুজনার স্থানীয়দের তৎপরতায় গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এক ব্যক্তিকে। আটকানো হয় ঘাতক লড়িটিকে। পলাতক ড্রাইভার ও খালাসী। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বর্ধমান সদর থানায়।বর্ধমান সদর থানার পুলিশ এসে মৃত দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানহয় বর্ধমান মেডিকেল কলেজে।আটক করা হয় ঘাতক লড়িটিকে। 


যেখানে রাজ্য সরকারের ডাকা লক ডাউন সেখানে ন্যাশনাল হাই ওয়েতে এতো গাড়ী চলছে কি করে?তাহলে কি লক ডাউন সেভাবে মানা হচ্ছেনা? প্রশ্ন সাধারন মানুষের।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code