Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রতিষ্ঠা দিবসে বৃক্ষদান কর্মসূচি পালন করল ABVP


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমানঃ 

প্রতিষ্ঠা দিবসে বৃক্ষদান কর্মসূচি পালন করল ABVP । 

আজ 9 জুলাই 1949 সালে কয়েকজন নেতা নেত্রীর হাত ধরে প্রতিষ্ঠিত হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। 

আজ 72 তম বর্ষে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবিভিপি পূর্ব বর্ধমান সদর ইউনিটের পক্ষ থেকে পালন করা হলো প্রতিষ্ঠা দিবস। 

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পথচলতি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হল নানা ধরনের গাছের চারা, ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো খাতা পেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code