Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাস্ক বিতরণ ABVP-র


SER-10,ময়নাগুড়ি, ০৯ জুলাই : আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭২ তম প্রতিষ্ঠাতা দিবস। এবং এই প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়ি নগর ইউনিট অখিল ভারতীয় বিদ‍্যার্থী পরিষদ (ABVP)।

জানা গিয়েছে আজ ময়নাগুড়ি সারদা শিশুতীর্থ এবং জোড়পাকড়ি এলাকায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাতা দিবস পালন করা হয় এবং ২০০ মাস্ক সাধারণ মানুষকে বিতরণ করা হয়। পাশাপাশি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এবং জলপাইগুড়ি জেলার সবথেকে বৃহত্তম শৈবতীর্থ জল্পেশ মন্দির এর চত্বরে বিভিন্ন চারা গাছ রোপণ করা হয়।

এদিন উপস্থিত ছিলেন,জলপাইগুড়ি জেলা অখিল ভারতীয় বিদ‍্যার্থী পরিষদের জেলা সহ সংযোজগক বিষ্ণু রায় মহাশয়, বিদ‍্যার্থী পরিষদের প্রাক্তন রাজ‍্য কমিটির সদস্য ও জলপাইগুড়ি জেলার ছাত্র নেতা অমিত বসাক মহাশয়, ময়নাগুড়ি নগর অখিল ভারতীয় বিদ‍্যার্থী পরিষদের সহ সম্পাদক অলক রায়, বিশেষ অতিথি জলপাইগুড়ি জেলা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বর্দ্ধিক প্রমুখ শ্রী অভিজিৎ বিশ্বাস মহাশয় সহ বিদ‍্যার্থী পরিষদের সকল সদস্য।

ময়নাগুড়ি নগর সহ সম্পাদক অলক রায় ও জলপাইগুড়ি জেলার ছাত্র নেতা অমিত বসাক বলেন, একদিকে যখন করোনার তাণ্ডবে গৃহবন্দি মানুষ, ঠিক সে'সময়েই প্রকৃতিতে ফিরেছে নতুন প্রাণ। প্রকৃতির ওপর চালানোর অবিচার কমে আসায় প্রকৃতি যেন নিজেকে মেলে ধরতে শ্বাস ফেলছে । এই বাস্তবতা থেকে নতুন করে শিক্ষা নিচ্ছে  মানবজাতি । জীব বৈচিত্র্য ধংস হলে ভারসাম্য হারাবে পরিবেশের। ফলে বিরাট ক্ষতির মুখে পড়তে হতে পারে গোটা মানব সমাজকে । তাই জীব বৈচিত্র্য বাঁচিয়ে রাখতে আমাদের অখিল ভারতীয় বিদ‍্যার্থী পরিষদের এই ছোট্ট প্রয়াস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code