webdesk news: 

দক্ষিণ এশিয়ান থ্রোবল ফেডারেশন বার্ষিক জুম ভিডিও কনফারেন্স সভা অনুষ্ঠিত হল এদিন। সোমবার এই সভার সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মাওবুল আহমেদ। এদিনের এই সভায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন সংস্থার সহ সভাপতি আলিপুরদুয়ারের প্রবীর দত্ত।

এদিনের এই সভায় সিদ্ধান্ত হয়, প্রথম দক্ষিণ এশীয় থ্রোবল গেমস বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এছাড়াও এসএফ গেমস পাকিস্তানে এবং বিচ গেমস শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। মূলত করোনা আবহে কোনো খেলা আয়োজন করা না যাওয়ায় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এদিনের সভায় বেশি গুরুত্ব দেওয়া হয় বলে জানা যায়।

এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় বলেও জানান প্রবীর দত্ত। এদিনের এই ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ ঝর্ণা আক্তার এবং অন্যান্য সদস্যরাও।