মদ না পেয়ে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে প্রাণ গেল নয়জনের



অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় কুরিচেড়ু শহরে মদ না পেয়ে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে মর্মান্তিক ঘটনা। প্রাণ গেলো ৯ জনের। বুধবার রাতে একজন, বৃহস্পতিবার রাতে দুই জন আর শুক্রবার সকালে আরও ছয়জন মারা যান। মৃতদের মধ্যে তিনজন ভিক্ষুক এবং বাকিরা স্থানীয় একটি ঝুপড়ির বাসিন্দা। মৃতদের বয়য় ২৫ থেকে ৬৫-এর মধ্যে। 

প্রকাশমের পুলিশ সুপার সিদ্ধার্থ কৌশল জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে কুরিচেড়ু শহরে লকডাউন চলার কারণে মদ না পেয়ে ওই ব্যক্তিরা অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার খেয়েছিলেন।

কৌশল আরও জানিয়েছেন, স্থানীয় দোকানগুলিতে থাকা সমস্ত স্যানিটাইজার ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য বাজেয়াপ্ত করা হয়েছে। মৃতরা হ্যান্ড স্যানিটাইজার বিষাক্ত মদের সঙ্গে মিশিয়ে খেয়েছিলেন, কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

মৃতদের পরিবারের লোকজন জানিয়েছেন, হ্যান্ড স্যানিটাইজার খাওয়ার পর অজ্ঞান হয়ে গিয়েছিলেন তাঁরা। তবে কতটা পরিমাণ হ্যান্ডস্যানিটাইজার তাঁরা খেয়েছিলেন, তা জানা যায়নি।