Latest News

6/recent/ticker-posts

Ad Code

শ্রাবণেই পূজিত হন চারদিনব্যাপী মহিষমর্দিনী

গোলাপট্টি বারোয়ারীতে শুরু হয়েছে চারদিনব্যাপী মহিষমর্দিনী পূজো


নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগরঃ 

দূর্গোপুজোর মত চারদিন ধরে পূজিত হয় মহিষমর্দিনী। শ্রাবণ মাসের সপ্তমীতিথিতে এই পুজো পুজো শুরু হয়।তিনশো বছরের প্রাচীন এই পুজো হয় কৃষ্ণনগরের গোলাপট্টি বারোয়ারী তে চারদিন ধরে।

করোনা ও লকডাউনের জন্য ও সরকারী বিধিমেনে এবছর পুজোর আয়োজন একটু অন্যরকম, সবকিছু মেনে শুধু পুজো করছেন এলাকার মানুষেরা।

প্রতিবছরের মত এবারের পুজো একটু অন্যরকম। এই এলাকার ও পুজোর একজন সদস্য উদয় শংকর দত্ত বললেন করোনার জন্য এবার পুজোটাই আমরা করছি, মানুষের সমাগম এবার বন্ধ রেখেছি, প্রতিবছরের বিধি মেনেই এই পুজো হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code