২১ শে জুলাইয় শহীদ দিবস উদযাপনের প্রস্তুতি তুঙ্গে
২১শে জুলাই রাজ্য শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের বাৎসরিক শহীদ দিবস। করোনার জেরে প্রতি বছরের ন্যায় এবছর বড়ো করে ধর্মতলায় সমাবেশ করে শহীদ দিবস পালন ভেস্তে গেছে। কিন্তু বন্ধ থাকছে না শহীদ দিবস পালন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দিবস পালিত হবে। সারা রাজ্য জুড়ে প্রস্তুতি শেষ।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবছর প্রতিটি বুথে বথে পালিত হবে শহীদ দিবস, তৃণমূল নেত্রীর বার্তার দিকেই তাকিয়ে দলের কর্মী-সমর্থক থেকে রাজনৈতিক মহল। কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন জেলার নেতারা। বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে হোর্ডিং। গ্রাম থেকে শহর সর্বত্র রাস্তার মোড়ে মোড়ে দেওয়া হয়েছে দলীয় পতাকাও।
ভার্চুয়ালে নেত্রীর ভাষণ শুনতে বিভিন্ন বুথে টিভি, মনিটরের ব্যবস্থা করা হয়েছে। দুপুর ২টায় বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব-এর মাধ্যমে নেত্রীর বক্তব্য সর্বত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তৃণমূলের তরফে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊