Latest News

6/recent/ticker-posts

Ad Code

৩০শে জুনের পর অকেজো হতে পারে আপনার PAN CARD! কেন জেনে নিন


প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার কথা আগেই ঘোষণা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। যার মেয়াদ আগামী ৩০শে জুন পর্যন্ত। তবে, নতুন করে সময়সীমা বাড়বে কি না সে বিষয়ে এখনও কোনও আভাস যায়নি। 


বিশেষজ্ঞরা মনে করছে আগামী ৩০শে জুনের মধ্যে প্যান কার্ড -আধার কার্ড লিংক না করলে কাজ করা বন্ধ করতে পারে প্যান কার্ড। এমনকি প্যান কার্ড নিস্ক্রিয় হলে জরিমানার মধ্যেও পড়তে হতে পারে। 


তাই ঝামেলা এড়াতে আধার কার্ড ও প্যান কার্ড লিংক করে নেওয়াই ভালো বলে মনে করছে বিশেষজ্ঞরা।


Ad Code