প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার কথা আগেই ঘোষণা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। যার মেয়াদ আগামী ৩০শে জুন পর্যন্ত। তবে, নতুন করে সময়সীমা বাড়বে কি না সে বিষয়ে এখনও কোনও আভাস যায়নি।
বিশেষজ্ঞরা মনে করছে আগামী ৩০শে জুনের মধ্যে প্যান কার্ড -আধার কার্ড লিংক না করলে কাজ করা বন্ধ করতে পারে প্যান কার্ড। এমনকি প্যান কার্ড নিস্ক্রিয় হলে জরিমানার মধ্যেও পড়তে হতে পারে।
Social Plugin