সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে করোনা। করোনার ভয়ে ঘর বন্দি মানুষ। সামাজিক দূরত্ব, মাস্ক পড়া ইত্যাদি একাধিক নিয়মের গণ্ডিতে দিন কাটাচ্ছে মানুষ। দিন রাত প্রচেষ্টার পরও এখনও আবিষ্কার হয়নি করোনার ভ্যাকসিন। চিন্তিত গোটা বিশ্ব। এর মাঝেই রামদেব ও তাঁর কোম্পানি পতঞ্জলীর দাবি তাঁরা করোনার ওষুধ পেয়ে গেছে। করোনা রোগীদের উপর ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ সফল হয়েছে বলেই দাবি পতঞ্জলির সিইও আচার্য বালকৃষ্ণের ।

সংবাদসংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাত্‍কারে বালকৃষ্ণ জানিয়েছেন, ''করোনা সংক্রমণ ছড়ানোর পরই আমরা একদল বিজ্ঞানীকে নিয়োগ করেছিলাম। ভাইরাসের সঙ্গে লড়াই করার উপাদান খুঁজে বের করা হয়। এরপর পরীক্ষামূলক প্রয়োগ করা হয় করোনা পজিটিভ রোগীদের উপর। আমরা এই কাজে ১০০ শতাংশ ইতিবাচক ফলাফল পেয়েছি। আমাদের ওষুধ খেয়ে ৮০ শতাংশ করোনা রোগীই ৫-৬ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন। বাকিদের সুস্থ হতে সময় লেগেছে ১০-১৪ দিন । তাঁদের পরবর্তী করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে।'