Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরের গুণী সুজন আবৃত্তি শিল্পী স্বপন রায়


উত্তরের গুণী সুজন আবৃত্তি শিল্পী স্বপন রায় 
শুভাশিস দাশ 


এই সময়ের বাচিক শিল্প কে যাঁরা খুব নিবিড় ভাবে লালন করছেন স্বপন রায় তাঁদের মধ্যে একজন । 
শৈশব থেকেই ছড়া বলতে খুব ভালবাসত আর এই ভালবাসাই তাঁকে টেনে নিয়ে এসেছে এই শিল্পের চাতালে । 
কিশোর বয়সে আবৃত্তির পাঠ নিয়েছেন অনেকের কাছে । ছাণ্দ্সী কে আজও মনে লালন করেন । 
উত্তরের আবৃত্তি চর্চার ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসনীয় । 
নিজের প্রতিষ্ঠান কলা মন্দির এ শত শত ছেলে মেয়েদের চর্চা করান । 
এই শিল্পই তাঁর ধ্যান জ্ঞান । 
পুরস্কারের ঝুলিতে রয়েছে অনেক পুরস্কার । 
তাঁর কণ্ঠের যাদু আকৃষ্ট করে শ্রোতাদের । 
স্বপন রায় তাঁর কণ্ঠের লালিত্যে আরও এগিয়ে যান এই কামনা রইলো ।

Ad Code