উত্তরের গুণী সুজন আবৃত্তি শিল্পী স্বপন রায়
শুভাশিস দাশ
এই সময়ের বাচিক শিল্প কে যাঁরা খুব নিবিড় ভাবে লালন করছেন স্বপন রায় তাঁদের মধ্যে একজন ।
শৈশব থেকেই ছড়া বলতে খুব ভালবাসত আর এই ভালবাসাই তাঁকে টেনে নিয়ে এসেছে এই শিল্পের চাতালে ।
কিশোর বয়সে আবৃত্তির পাঠ নিয়েছেন অনেকের কাছে । ছাণ্দ্সী কে আজও মনে লালন করেন ।
উত্তরের আবৃত্তি চর্চার ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসনীয় ।
নিজের প্রতিষ্ঠান কলা মন্দির এ শত শত ছেলে মেয়েদের চর্চা করান ।
এই শিল্পই তাঁর ধ্যান জ্ঞান ।
পুরস্কারের ঝুলিতে রয়েছে অনেক পুরস্কার ।
তাঁর কণ্ঠের যাদু আকৃষ্ট করে শ্রোতাদের ।
স্বপন রায় তাঁর কণ্ঠের লালিত্যে আরও এগিয়ে যান এই কামনা রইলো ।
Social Plugin