Latest News

6/recent/ticker-posts

Ad Code

৩০০ বছরের পুরনো রথের দড়িতে টান পড়ছে না লক্ষ্মীনাথ জিউ মন্দিরের


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান, ১৭জুন:

করনা ভাইরাসের কারণে পূর্ব বর্ধমান জেলার লক্ষীনারায়ন জিউ মন্দিরে ৩শো বছরের পুরনো রথের দড়িতে টান পড়ছে না এবছর।

নিয়ম মেনে করা হবে জগন্নাথ দেবের পুজো, মন্দির চত্বরে বের করা হবে জগন্নাথের রথ, ভক্তরা দিতে পারবে পুজো,তবে প্রশাসনের নির্দেশ মেনে দূরত্ব বজায় রেখে।

মানুষের সমাগম কমাতে বন্ধ রাখা হচ্ছে এ বছরের রথের মেলা।

মেলা কর্তৃপক্ষের নির্দেশিকা কে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Ad Code