UPDATES ON COVID-19
১৫ জুন, ২০২০ঃ 
দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ আক্রান্ত ৭ হাজার ৪১৯ জন রোগী সুস্থ হয়েছেন। এর ফলে, সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৯ হাজার ৭৯৭ জন। 

সুস্থতার হার বেড়ে হয়েছে ৫১.০৮ শতাংশ। গতকালকের থেকে আজ আরও বেশি কোভিড-১৯ আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

বর্তমানে ১ লক্ষ ৫৩ হাজার ১০৬ জন আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। 

ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ সংক্রামিত মানুষের নমুনা পরীক্ষা যাচাইয়ের ক্ষমতা আরও বাড়িয়েছে।
  • Real-Time RT PCR based testing labs: 534 (Govt: 347 + Private: 187)
  • TrueNat based testing labs : 296 (Govt: 281 + Private: 15)
  • CBNAAT based testing labs : 71 (Govt: 25 + Private: 46)
মোট টেস্টিং ল্যাবের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে - ৯০১ টি।  গত ২৪ ঘন্টায় ১ লক্ষ ১৫ হাজার ৫১৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

এখনও পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা ৫৭ লক্ষ ৭৪ হাজার ১৩৩।

COVID-19 সম্পর্কিত প্রযুক্তিগত ইস্যু, নির্দেশিকা এবং পরামর্শ সম্পর্কিত সমস্ত সত্য এবং আপডেট হওয়া তথ্যের জন্য দয়া করে নিয়মিত ভিজিট করুন https://www.mohfw.gov.in

COVID-19-এ কোনও প্রশ্নের ক্ষেত্রে, দয়া করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেল্পলাইন নম্বরে কল করুন: + 91-11-23978046 বা 1075 (টোল-ফ্রি)। COVID-19-তে রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলির হেল্পলাইন নম্বরগুলির তালিকা -