Latest News

6/recent/ticker-posts

Ad Code

সড়া জাগিয়েছি জলছবি, লকডাউনেও বন্ধ নেই শিল্প কর্ম


"জলছবি"দিনহাটার একটি ছোট্ট প্রোডাকশন ,মূলত গান ও স্বল্পদৈর্ঘ্যর ছবি করে থাকে। লকডাউন তাই ষ্টুডিও ও সুটিং বন্ধ ,তাই তারা আবৃত্তির প্রজেক্ট তৈরী করে,মোবাইলে রেকর্ডিং আর মোবাইলেই সম্পাদনা করছে। এ পর্যন্ত লকডাউন সময়ে তারা 3টি আবৃত্তি করেছেন। যা ইতিমধ্যে জনপ্রিয়তার শীর্ষে । 


পেশায় স্কুল শিক্ষক,গীতিকার প্রবীর সরকার বলেন ,আমি 5টি কবিতা লিখেছি আবৃত্তি যোগ্য ,যার মধ্যে তিনটি প্রকাশিত হয়েছে, যার মধ্যে কোচবিহার এর মৌমিতা পালের কণ্ঠে "মা কেমন আছো" আবৃত্তিটি এক লক্ষের ওপরে শ্রোতা শুনেছেন ,বাকি দুটি আবৃত্তি করেছেন বিশিষ্ট বাচিক শিল্পী শিলাদিত্য রায়(সুন্দরম) এবং কোচবিহার এর স্কুল শিক্ষিকা তথা বাচিক শিল্পী মৈত্রেয়ী দাস। 



এই আবৃত্তি দুটিও প্রায় 30হাজার শ্রোতা শুনেছেন.আবৃত্তি গুলোর ভিডিও সম্পাদনা করেছেন উদয়ন চক্রবর্তী।

প্রবীর বাবু আরো বলেন,আমি আশা করিনি এতটা সাড়া পাবো, আমাদের পরবর্তী দুটো আবৃত্তি আমরা খুব শীঘ্রই প্রকাশ করবো, আমরা আরো ভালো ভালো কাজ করতে চাই ,শ্রোতা দর্শকরা আমাদের যে ভালোবাসা দিয়েছেন ,আমরা তার মর্যাদা রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবো।

Ad Code