Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা চিকিত্সা নিয়ে অসন্তোষপ্রকাশ প্রকাশ করে পশ্চিমবঙ্গসহ চার রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের


কোভিড-১৯ রোগীদের যথাযথ চিকিত্সা ও হাসপাতালগুলি মৃতদেহগুলির সঙ্গে মর্যাদামূলক আচরণ মামলার শুনানি হয় শুক্রবার। দেশে কোভিড-১৯ রোগীদের মৃতদেহগুলি নিয়ে যথাযথ ব্যবস্থাপনার অভাব ও অমর্যাদাপূর্ণ সত্কারের খবর স্বতঃপ্রণোদিতভাবে বিবেচনায় আনে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বিষয়টি নজরে আনেন এবং এই মামলার শুনানির দায়িত্ব বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চকে দেন।

এদিন, দিল্লির হাসপাতালগুলিতে কোভিড-১৯ রোগীদের পাশেই মৃতদের জড়ো করে রাখার ঘটনাকে ‘ভয়ঙ্কর’ বলে উল্লেখ করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলেছে, মৃতদেহগুলি রাখার ক্ষেত্রে হাসপাতালগুলি যথাযথ যত্ন নিচ্ছে না এবং পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানানোও হচ্ছে না। ফলে তাঁরা প্রিয়জনের শেষকৃত্যে হাজির থাকতে পারছেন না।

বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এসকে কাউল ও বিচারপতি এমআর শাহর বেঞ্চ এই প্রসঙ্গে কেন্দ্র, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু সরকারকে নোটিশ দিয়েছে। রাজ্য গুলির কাছ থেকে লিখিত জবাব চেয়েছে শীর্ষ আদালত। এই চার রাজ্যের পরিস্থিতি সবথেকে খারাপ বলে মন্তব্য তিন সদস্যের বেঞ্চের।

Ad Code