করোনার দাপটে কুপোকাত দেশ। এমন পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সকল রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল গুলির মুখ্যমন্ত্রীদের সাথে ভার্চুয়ালে বৈঠক করবেন। বিগত দিনেও একাধিকবার মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। আগামী ১৬ ও ১৭ই জুন ফের বৈঠক করবেন তিনি।
তবে, এবারের বৈঠককে দুটো ভাগে ভাগ করেছেন তিনি। ১৬ই জুন ২১ টি রাজ্য / কেন্দ্র শাসিত অঞ্চল এবং ১৭ই জুন ১৫টি রাজ্য / কেন্দ্র শাসিত অঞ্চলের সঙ্গে বৈঠক করবেন বলেই জানা গেছে।
১৬ই জুন-
- পাঞ্জাব
- আসাম
- উত্তরাখন্ড
- কেরালা
- ঝাড়খন্ড
- ত্রিপুরা
- ছত্রিশগড়
- হিমাচল
- চণ্ডীগড়
- গোয়া
- মনিপুর
- নাগাল্যান্ড
- লাদাখ
- অরুনাচল
- পুদুচেরি
- মেঘালয়
- মিজোরাম
- আন্দামান ও নিকোবর দীপপুঞ্জ
- দাদার নগর হাবেলি ও দমন দিউ
- সিকিম ও
- লাক্ষাদ্বীপ
- মহারাষ্ট্র
- তামিলনাড়ু
- দিল্লী
- গুজরাট
- পশ্চিমবঙ্গ
- রাজস্থান
- উত্তরপ্রদেশ
- মধ্যপ্রদেশ
- কর্ণাটক
- বিহার
- অন্ধ্রপ্রদেশ
- হরিয়ানা
- মধ্যপ্রদেশ
- জম্মু ও কাশ্মীর
- ওড়িশ্যা
- তেলেঙ্গনা