করোনার আগেই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলেও উচ্চ মাধ্যমিকের তিনদিনের পরীক্ষা স্থগিত হয়ে গেছে করোনা জেরে। এর আগে সূত্র মারফত জানা গিয়েছিল জুলাইয়ে মাধ্যমিকের ফলাফল ঘোষণা হওয়ার কথা কিন্তু এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেই আশাতেও জল ঢেলে দিল।
করোনা আবহে জুলাইতেও মাধ্যমিকের ফল প্রকাশ অনিশ্চিত? রেজাল্ট বেরিয়ে কী করবে পড়ুয়ারা? কীভাবে পৌঁছবে মার্কশিট? কীভাবে হবে সব ব্যবস্থা? উদ্বেগ প্রকাশ করলেন খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
পরিস্থিতি স্বাভাবিক হলে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, জুলাইয়ের মাঝামাঝি মাধ্যমিকের ফল প্রকাশের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা। কিন্তু প্রস্তুতি চূড়ান্ত হলেও, স্কুল বন্ধ থাকার কারণে ফল প্রকাশ যে সম্ভব নয়, তার ইঙ্গিত দিলেন পার্থ চট্টোপাধ্যায়।
কবে স্কুল খুলবে তারও নিশ্চয়তা নেই। পরিস্থিতির ওপর সব কিছু বিচার করে জানানো হব বলে জানালেন শিক্ষামন্ত্রী।
বাকি রয়েছে উচ্চ মাধ্যমিকের তিনদিনের পরীক্ষা। ২, ৬ ও ৮ জুলাই পরীক্ষা হবে বলে ঘোষণা করেছিল সরকার, এমনকি মধ্য শিক্ষা পর্ষদও এনিয়ে সূচি প্রকাশ করেছে।
ইতিমধ্যে আইসিএসই ও আইএসসি পরীক্ষা ঐচ্ছিক বলে ঘোষণা করা হয়েছে। উচ্চ মাধ্যমিকের বিষয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
Social Plugin